শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ১২:৫৯:০৮

মার্চে মেট্রোরেলের মূল কাজ শুরু: সেতুমন্ত্রী

মার্চে মেট্রোরেলের মূল কাজ শুরু: সেতুমন্ত্রী

ঢাকা: আগামী মার্চ মাস থেকে মেট্রোরেলের মূল কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাশাপাশি আরেকটি মেট্রোরেলের রুটে কাজ শুরু হবে বলেও তিনি জানান। এছাড়া সাড়ে ২২ হাজার কোটি টাকা ব্যায়ে আরো একটি মেট্রোরেল আসছে বলেও মন্ত্রী জানান।

শুক্রবার সকালে মহানগর সর্বজনীন পূজা কমিটির একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি তথ্য জানান।

রাজধানীতে ক্লীন অ্যান্ড গ্রিন পরিবেশ তৈরি করার জন্য বিলবোর্ড অপসারণ করা হচ্ছে। মহাসড়কের বিলবোর্ডও অপসারণ করা হচ্ছে বলে দাবী করেন মন্ত্রী।
যানজট সম্পর্কে মন্ত্রী বলেন, ‘দুই সিটি মেয়র যে কাজ করছে আমি সমর্থন করি। অল্প সময়ের মধ্যে যানজট সমস্যা নিরসন হবে।’
দুর্ঘটনা সম্পর্কে মন্ত্রী ভারতের দুর্ঘটনার বিষয়ে উদাহরণ টেনে মন্ত্রী বলেন, ‘ভারতে যে হারে সড়ক দুর্ঘটনা ঘটছে সে হারে সড়ক দুর্ঘটনা বাংলাদেশে অনেক কম হচ্ছে। কুয়াশার কারণে দু’একটি দুর্ঘটনা ঘটছে। তার জন্য ১৫ সদস্যের একটি কমিটি গঠন করে দেয়া হয়েছে। সুশীল সমাজের প্রতিনিধিদের এই কমিটিতে রাখা হয়েছে।’
১৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে