নিউজ ডেস্ক : জাতীয় মহাসড়কে সিএনজি অটোরিকশা নিষিদ্ধ হলেও মহাসড়ক পার্শ্ববর্তী সিএনজি স্টেশন থেকে অটোরিকশাচালকদের গ্যাস নিতে ২ ঘণ্টা সময় দিয়েছে সরকার।
ভোর ৬টা থেকে সকাল ৮টার মধ্যে অটোরিকশাগুলো গ্যাস সংগ্রহ করতে পারবে। এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের চলমান কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
সেতুমন্ত্রী বলেন, গ্যাস নেয়ার সময় অটোরিকশায় যাত্রী থাকতে পারবে না। গত ১ আগস্ট থেকে সব জাতীয় মহাসড়কে থ্রি হুইলার অটোরিকশা, অটোটেম্পো ও সব ধরনের অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে সরকার।
এ সিদ্ধান্তের বিরোধিতা করে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, কোথাও কোথাও ধর্মঘটও পালন করছে অটোরিকশা পরিবহন মালিক-শ্রমিকরা।
তবে সড়ক পরিবহনমন্ত্রী জানিয়েছেন, এ সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো চিন্তা-ভাবনা নেই। তাদের সঙ্গে কোনো আপস করা হবে না।