এমটি নিউজ ডেস্ক : ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল একটি ট্রেন। বাঘার আড়ানীতে রেল লাইন ভাঙ্গার কারণে রাজশাহী রুটের সকল ট্রেন চলাচল বন্ধ ছিলো সকাল থেকে দুপুর পর্যন্ত।
শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রেল লাইন ভাঙ্গা দেখে আড়ানী বড়াল ব্রিজের পশ্চিম পার্শ্বে লাল কাপড় উড়িয়ে দেয় পুটিয়া-আড়ানী রেল ক্রসিং এর গেটম্যান। ফলে রাজশাহী-পার্বতীপুর উত্তরা এক্সপ্রেস ট্রেনটি থেমে যাই। এ ঘটনায় প্রাণে রক্ষা পায় প্রায় হাজার যাত্রী।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার সকাল ৯ টায় রাজশাহী রুটের বাঘা উপজেলার আড়ানী বড়াল নদীর ব্রিজের পশ্চিম রেললাইন ভাঙ্গা দেখতে পায় আড়ানী-পুঠিয়া সড়কের রেলের অস্থায়ী গেটম্যান লায়েব উদ্দিন। বিষয়টি আড়ানী রেল স্টেশন মাষ্টারকে অবগত করার আগেই পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস আড়ানী স্টেশন থেকে ছেড়ে চলে আসে।
এ সময় দ্রুত লায়েব উদ্দিনসহ স্থানীয়রা লাল কাপড় উড়িয়ে ট্রেনটি ভাঙ্গা স্থান থেকে ৫০০ মিটার দুরে থামিয়ে দেয়। এ ঘটনায় শনিবার সকাল ১০টার পর থেকে রাজশাহী রুটের সকল ট্রেন চলাচল বন্ধ ছিলো। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হলে দুপুরে রেল লাইন মেরামতে কাজ শেষ করা হয়।