রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২, ০১:৪৭:৫৩

এইচএসসিতে দেশের সেরা হয়েছে যে শিক্ষা বোর্ড

এইচএসসিতে দেশের সেরা হয়েছে যে শিক্ষা বোর্ড

যশোর থেকে : ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফলে পাসের হারে দেশের সেরা হয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এক লাখ ৩১ হাজার ৫০০ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ ২৮ হাজার ১৬৩ জন। পাসের হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ১১ শতাংশ। 

জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৮৭৮ জন।  রোববার দুপুর সাড়ে ১২টার দিকে প্রেসক্লাব যশোর মিলনায়তনে ফল প্রকাশ করেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র। আজ প্রকাশ করা হয়েছে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। 

রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এ ফল ঘোষণা করা হয়। এদিকে গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে