মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২, ০৭:৪৪:৫৭

ঢাবি শিক্ষার্থীসহ দুজনের লাশ পড়ে ছিল সড়কে!

ঢাবি শিক্ষার্থীসহ দুজনের লাশ পড়ে ছিল সড়কে!

এমটি নিউজ ডেস্ক : গাজীপুর মহানগরীতে গাড়িচাপায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি থানার বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার দেবীদ্বার থানার গুনাইঘর এলাকার বসির হোসেন মোল্লার ছেলে আব্দুল আজিজ মোল্লা (২৫) ও ময়মনসিংহের হালুয়াঘাটের মো. লাবুর ছেলে অপূর্ব নিখিল (২৯)। আজিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন।

জিএমপির কোনাবাড়ি থানার এসআই তাপস কুমার জানান, আজিজ ও অপূর্ব মোটরসাইকেলে করে গাজীপুর চৌরাস্তা থেকে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন। পথে বাইমাইল এলাকায় পৌঁছলে একটি গাড়ি তাদেরসহ মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে