এমটি নিউজ ডেস্ক : গাজীপুর মহানগরীতে গাড়িচাপায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি থানার বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার দেবীদ্বার থানার গুনাইঘর এলাকার বসির হোসেন মোল্লার ছেলে আব্দুল আজিজ মোল্লা (২৫) ও ময়মনসিংহের হালুয়াঘাটের মো. লাবুর ছেলে অপূর্ব নিখিল (২৯)। আজিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন।
জিএমপির কোনাবাড়ি থানার এসআই তাপস কুমার জানান, আজিজ ও অপূর্ব মোটরসাইকেলে করে গাজীপুর চৌরাস্তা থেকে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন। পথে বাইমাইল এলাকায় পৌঁছলে একটি গাড়ি তাদেরসহ মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।