মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২, ১১:৫০:০২

পায়ে লিখে জিপিএ-৫ পাওয়া সেই তামান্নাকে শিক্ষামন্ত্রীর ফোন, যে বিষয়ে পড়ার পরামর্শ

পায়ে লিখে জিপিএ-৫ পাওয়া সেই তামান্নাকে শিক্ষামন্ত্রীর ফোন, যে বিষয়ে পড়ার পরামর্শ

এমটি নিউজ ডেস্ক : এক পায়ে লিখে জিপিএ-৫ পাওয়া তামান্না আক্তার নূরাকে স্নাতক স্তরে মাইক্রোবায়োলজি বিষয়ে পড়াশুনার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার বেলা ১১টা ১৫ মিনিটে তামান্নার বাবার ফোনে কল দিয়ে অভিনন্দন জানানোর পাশাপাশি এ পরামর্শ দেন শিক্ষামন্ত্রী।

তার সাথে দেখা করতে শিগগিরই যশোরে আসবেন বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এ তথ্য নিশ্চিত করেছেন তামান্নার বাবা রওশন আলী। সোমবার বিকাল ও সন্ধ্যায় পৃথক দুটি হোয়াটসঅ্যাপ নাম্বারে তামান্নার সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি  স্বপ্নপূরণে যে কোনো সহযোগিতা করার আশ্বাস দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই দুই কন্যা।

তামান্নার বাবা রওশন আলী বলেন, মঙ্গলবার বেলা ১১টা ১৫ মিনিটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আমার ফোনে কল দিয়ে তামান্নার খোঁজখবর নেন। একপর্যায়ে তামান্নার সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন। তামান্নার সঙ্গে দীর্ঘ ২৪ মিনিট ৩০ সেকেন্ড কথা বলেছেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি তামান্নাকে বলেন, মনোবল হারানো যাবে না। গোটা বাংলাদেশ তোমার সঙ্গে আছে। তুমি এগিয়ে যাও। তোমার সাথে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আছেন। তুমি নূরের নূর। আল্লাহু রাব্বুল আল-আমিন তোমাকে নূরের আলোয় আলোকিত করেছেন। এক পা দিয়ে তুমি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছ, তুমি পারো এবং পারবে।

তিনি বলেন, শিক্ষামন্ত্রী ভার্সিটিতে মাইক্রোবায়োলজি বিষয় নিয়ে পড়াশোনা করার পরামর্শ দিয়েছেন এবং বলেছেন- খুব তাড়াতাড়ি আমি তোমার সঙ্গে দেখা করতে যশোরে আসব। এছাড়াও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তার পরিবারের সবার খোঁজখবর নেন।

এদিকে মঙ্গলবার তামান্নার এ ফলাফলে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসান তামান্নাকে ফুলের শুভেচ্ছা জানান এবং মিষ্টি নিয়ে তার বাসায় যান। উপজেলা প্রশাসন তাকে সব সময় পাশে থাকবে বলে জানিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে