এমটি নিউজ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অবৈধ সম্পদের মামলায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ সাংবাদিকদের সামনে প্রধানমন্ত্রীর ‘অনুকম্পা’ চেয়েছেন।
বৃহস্পতিবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সামনে এ নিয়ে কথা বলেন তিনি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনার অনুকম্পা চাই, সাহায্য চাই।
এদিন গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয় প্রদীপ কুমার দাশকে। এ মামলার আরেক আসামি প্রদীপের স্ত্রী চুমকি কারণ পলাতক।
আদালত ভবন থেকে বের করে প্রিজন ভ্যানে তোলার সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে জোরে জোরে কথা বলতে শুরু করেন প্রদীপ। তিনি দাবি করেন, দেশের জন্য তিনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আর ‘কোনো অপরাধ না করেই’ শাস্তি পেয়েছেন।
এ সময় পুলিশ সদস্যরা তাকে প্রিজন ভ্যানে তুলে ফেলেন। আদালত প্রাঙ্গণে থাকা লোকজন বলতে থাকে, ‘এসব বলে লাভ নেই।’ প্রদীপকে উদ্দেশ্যে করে ‘চোর চোর’ বলে ধুয়ো দিতেও শোনা যায়।