স্পোর্টস ডেস্ক : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুইটি ভুল করেছিলেন বলে জানালেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে ‘কাশ্মীর ও দক্ষিণ এশিয়ার রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে বিএনপিপ্রধানের দুই ভুলের কথা তুলে ধরেন তিনি।
ডা. জাফরুল্লাহ বলেন, খালেদা জিয়া অপারেশন ক্লিনহার্ট করে একটি ভুল করেছিলেন। আরেকটা ভুল করেছিলেন, সালমানের কথা শুনে ওষুধের দাম উঠিয়ে। এ সময় ডিজিটাল সিকিউরিটি আইন নিয়েও কথা বলেন জাফরুল্লাহ। তিনি বলেন, এই আইনের ভয়ে কেউ মুখ খোলে না। ডিজিটাল আইনকে ধ্বংস করতে হবে। বিএনপি যদি ক্ষমতায় আসতে চায়, তাহলে সবাইকে নিয়ে আন্দোলনে যেতে হবে। পরিষ্কারভাবে বলতে হবে যে ডিজিটাল সিকিউরিটি আইন কবরে পাঠানো হবে। পরিষ্কারভাবে বলতে হবে যে র্যাবকে বিলোপ করা হবে।’