এমটি নিউজ ডেস্ক : এক সংক্ষিপ্ত সফরে আগামী (২২ ফেব্রুয়ারী) মঙ্গলবার বেলা ৩টায় ঢাকা আসছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী। এই সফরে তিনি জামিআ ইকরা, আফতাবনগর মাদরাসা, চৌধুরীপাড়া মাদরাসা, তেজগাঁও রেলগেট মাদরাসা ও সিলেটের দারুল উলূম কানাইঘাট মাদরাসার দাওরায়ে হাদীসের শিক্ষাসমাপনী অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন।
প্রথমে (২২ ফেব্রুয়ারী) মঙ্গলবার জামিআ ইকরা, আফতাবনগর মাদরাসা, চৌধুরীপাড়া মাদরাসা, তেজগাঁও রেলগেট মাদরাসার অনুষ্ঠানে যোগ দিয়ে পরদিন ২৩ ফেব্রুয়ারী সকালে সিলেটের দারুল উলূম কানাইঘাট মাদরাসার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন মাওলানা মাহমুদ মাদানী। সেদিন রাতেই ঢাকা ফিরে পরদিন ২৪ ফেব্রুয়ারী দিল্লি ফিরে যাবেন তিনি।