এমটি নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৯৭৪ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন রবিবার করোনায় ২১ জনের মৃত্যু হয়েছিল। সেই তুলনায় করোনায় মৃত্যু আজ অনেকটা কমেছে।
একই সময়ে ২৮ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৯৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৩৫ হাজার ২৪২ জন। সোমবার (২১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।