শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২, ০৩:০৫:১৬

রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে প্রভাব নিয়ে যা বললেন পরিকল্পনা মন্ত্রী

রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে প্রভাব নিয়ে যা বললেন পরিকল্পনা মন্ত্রী

সুনামগঞ্জ থেকে : যেকোনো জায়গায় আমি যুদ্ধের বিরুদ্ধে। আমরা যুদ্ধ চাই না। অর্থনীতিতে কি প্রভাব পড়বে তা জানতে আমাদের একটু অপেক্ষা করতে হবে। ইউক্রেনের সঙ্গে সরাসরি বাণিজ্য আমার জানামতে এত ভয়ঙ্কর নয় যে সমস্যা পড়তে হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। ডা. মনোয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ, অবসর প্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম প্রমুখ।

পরিকল্পনা মন্ত্রী বলেন, কোনো কোনো ক্ষেত্রে আমাদের যে বাজার আছে পশ্চিমা ইউরোপীয় ইউনিয়নে যেখানে আমাদের এক্সপোর্ট মার্কেট, কাপড়, মাছ-মাংস, খাবারদাবার এগুলো যাবেই। এগুলো আটকানোর কথা না। এই যুদ্ধে তাৎক্ষণিক কোনো প্রভাব দেখছি না। আরেক বন্ধু রাষ্ট্র রাশিয়ার সঙ্গে কিছু ব্যবসা আছে খুব বেশি না। তাদের সঙ্গে আমাদের সবচেয়ে বড় ব্যবসা হলো রুপপুর পারমাণবিক বিদুৎ কেন্দ্র। তারা ঋণ দিয়েছে। এটি করোনাকালীন সময়েও বন্ধ হয়নি এখনও বন্ধ হবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে