এমটি নিউজ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, ক্ষুদ্র ও নিম্ন আয়ের দেশ থেকে শেখ হাসিনা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছেন। বাংলা ভাইসহ এ ধরনের সন্ত্রা'সী ও জ'ঙ্গিবাদের নির্মূল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এখন দেশের সীমা পেরিয়ে বিশ্বনেতা হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। তিনি আজ বিশ্বনন্দিত নেত্রী।
আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে উদ্বোধক হিসেবে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, 'শেখ হাসিনা শত ব্যস্ততার মধ্যেও দেশের সব নেতাকর্মীর খোঁজখবর নেন। তিনি দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে শেখ হাসিনার নেতৃত্বে তাঁর সিদ্ধান্তকে মেনে নিই। '
আব্দুর রহমান বলেন, 'ভোটের চিন্তা আমাদের করার দরকার নেই। আমরা দেশের জনগণের জন্য কাজ করলে এবং সংগঠনকে সুন্দর করলে এ দেশের মানুষ সংগঠনকে আপন করে ভালোবেসে প্রাণভরে ভোট দেবেন। '