বুধবার, ০২ মার্চ, ২০২২, ১০:৩৮:৫৯

ফিলিস্তিনেদের ওপর অন্যায় করা হচ্ছে, তাদের রক্ষা করা সকল মুসলমান রাষ্ট্রের কর্তব্য: জাফরুল্লাহ

ফিলিস্তিনেদের ওপর অন্যায় করা হচ্ছে, তাদের রক্ষা করা সকল মুসলমান রাষ্ট্রের কর্তব্য: জাফরুল্লাহ

এমটি নিউজ ডেস্ক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ বলেছেন, জামায়াতিদের বলি, গোঁয়ার্তুমি বাদ দিন। আরেকবার ক্ষমা চান। যদিও আপনারা অপরাধী নন। আপনাদের বাবা দাদারা অপরাধী। পরিষ্কার রাজনীতির ভেতরে আসেন। একইভাবে আমি বলি, পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আন্তর্জাতিক কুদস সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ বলেন, ফিলিস্তিনেদের ওপর যে অন্যায় করা হচ্ছে, সে অন্যায় থেকে তাদের রক্ষা করা সকল মুসলমান রাষ্ট্রের কর্তব্য। তবে এ কর্তব্য পরিপূর্ণ হবে না, যদি না পাকিস্তানকে যুক্ত না করা যায়। ১৯৭১ সালে পাকিস্তান আমাদের সঙ্গে অন্যায় করেছে। কিন্তু আমাদের নেতা শেখ মুজিবুর রহমান তাদের ক্ষমা করে গেছেন। তাহলে আমাদের এখন কীসের রাগ। তবে হ্যাঁ, আমরা এখন দাবি করতে পারি, আরেকবার তারা ক্ষমা চাইতে পারে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে