এমটি নিউজ ডেস্ক : ‘মিরাকলের চেয়েও বেশি অগ্রগতি করেছে বাংলাদেশ। পৃথিবীর কেউ এভাবে পারে না’, উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমাদের অনেক টাকা, গ্রোথও ভালো। রিজার্ভ ৫০ বিলিয়ন ডলার ছুঁয়ে আছে। টাকা টাকা আর টাকা। যে ভীতি ছিল তা আর নেই।’
আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন’ বিষয়ক এক সভায় এসব কথা বলেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘যেখানে অনেক দেশ মাইনাস জিডিপিতে আছে। কিন্তু আমরা অনেক এগিয়ে যাচ্ছি।’ ‘বাজেট পুনর্বিন্যাসের কথা বলেছিলাম। বাজেট পুনর্বিন্যাস বলতে কী বুঝাতে চাচ্ছি, পুরোটা বলার কোনো স্কোপ নেই। এ নিয়ে এখন আর কিছু বলব না। রাজনৈতিকভাবেও ততটা বলা সঙ্গত নয়। বাজেটের অভ্যন্তরীণ প্লাস মাইনাস করা যায়’,- বলেন তিনি।
তিনি বলেন, ‘দেশের মঙ্গলের জন্য আমাদের চিন্তা করতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।