এমটি নিউজ ডেস্ক : ইউক্রেনে হামলার শিকার বাংলাদেশের জাহাজ থেকে ২৮ নাবিক ও হাদিসুরের মরদেহ নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে। এ খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে ইউক্রেনের অলভিয়া বন্দরের ‘এমভি বাংলা সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলা হয়। এ ঘটনায় মারা যান ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান আরিফ। তিনি ওই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।