এমটি নিউজ ডেস্ক : অবশেষে পরিচালনা কমিটি গঠন করা হয়েছে রমনা কালী মন্দির ও আনন্দময়ী আশ্রমের। গত সোমবার মন্দির প্রাঙ্গণে হেমন্ত বেপারীর সভাপতিত্বে ও সজীব কুমার বিশ্বাসের পরিচালনায় কালী মন্দির ও আনন্দময়ী আশ্রমের পরিচালনা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সবার সম্মতিক্রমে মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। সাধারণ সম্পাদক হয়েছেন সজীব কুমার বিশ্বাস। কমিটিতে ১৭ জন সহ-সভাপতি ও ১৪ জন যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন।