নিউজ ডেস্ক : সেদিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফোন না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছিলেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ।
তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে আলোচনায় বসতে বেগম খালেদা জিয়ার সঙ্গে টেলিফোন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তোফায়েল আহমেদ বলেন, খালেদা জিয়ার সঙ্গে কথা বলার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করেছিলাম, তিনি যেন খালেদা জিয়াকে ফোন না করেন। কিন্তু আমার সেই অনুরোধ রাখেননি প্রধানমন্ত্রী।
শুক্রবার বিকেলে দৈনিক আমাদের অর্থনীতি কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এসব কথা বলেন তোফায়েল আহমেদ।
তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ফোন করে গণভবনে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। বিএনপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ ৫টি মন্ত্রণালয় দেয়ার প্রস্তাবও করেছিলেন তিনি। কিন্তু খালেদা জিয়া সেদিন প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করে অবরোধ অব্যাহত রাখেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনাও সিদ্ধান্ত নিতে কারো পরামর্শ- অনুরোধ পাত্তা দেন না। তার সিদ্ধান্তে অবিচল ছিলেন বলেই বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি কার্যকর হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। কয়েকজন যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর হয়েছে।
১৫ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম