শনিবার, ০৫ মার্চ, ২০২২, ০২:৩০:২৭

নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করা ঠিক হয়নি: ইসলামী ঐক্যজোট

নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করা ঠিক হয়নি: ইসলামী ঐক্যজোট

এমটি নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী। শনিবার (৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে ইসলামী ঐক্যজোটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিছবাহুর রহমান বলেন, যাদের বিরুদ্ধে মোদি বিরোধী আন্দোলনে আগুন দেওয়ার অভিযোগ আছে, সরকারের উচিত সঠিক তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কিন্তু পেন্ডিং মামলায় যাদের আটক করা হয়েছে, তাদের মধ্যে সাধারণ কওমি আলেম রয়েছেন। অনেক সাধারণ মানুষ রয়েছেন। আমদের সংগঠনের কোনো নেতাকর্মী গ্রেফতার হননি, কারণ তারা যাননি। যারা গেছেন তারা ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিয়েছেন।

র‌্যাব ও এর কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রতিবাদ করে তিনি বলেন, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা সৎ ও মেধাবী কর্মকর্তা। দেশের এমন পরিস্থিতি হয়নি যে নিষেধাজ্ঞা দিতে হবে। যখন ১৫ আগস্টে হামলা করা হলো তখন তো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে