এমটি নিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই বাংলাদেশের চেহারা বদলে যাচ্ছে। ৭২ এর সংবিধানে চলতে পারছে বলেই দেশ আত্মনির্ভরশীল হয়েছে।
রোববার দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা সম্মাননা- ২০২২’ সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় অনলাইনে যুক্ত থেকে এসব কথা বলেন তিনি ।
দেশের প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে বানানো হবে। যাতে ৫০ বছর পরও সবাই বলতে পারে এটা মুক্তিযোদ্ধার কবর। এছাড়া সমস্ত হাসপাতালে মুক্তিযোদ্ধাদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।