সোমবার, ০৭ মার্চ, ২০২২, ০৪:৫৮:৫২

সাবেক অর্থমন্ত্রী মুহিত কেমন আছেন? জানালেন পররাষ্ট্রমন্ত্রী

সাবেক অর্থমন্ত্রী মুহিত কেমন আছেন? জানালেন পররাষ্ট্রমন্ত্রী

এমটি নিউজ ডেস্ক : সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত খেতে পারছেন না। তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন। এ কারণে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে মুহিতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল এ কথা জানিয়েছিলেন।

তবে আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থা কিছুটা ভালো। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাইয়ের সঙ্গে দুটি ছবি পোস্ট করে তিনি বলেন, ‘মুহিত ভাইয়ের শারীরিক অবস্থা আজকে কিছুটা ভালো। দেশ-বিদেশের সবার কাছে আমার ভাইয়ের সুস্থতার জন্য দোয়া চাই। আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমিন।’

পোস্টে তিনি উল্লেখ করেন, ‘প্রথম ছবিটি আজকে ৭ মার্চ তোলা, দ্বিতীয় ছবিটি যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে আসার পর ৪ মার্চ বাসায় তোলা।’ আবুল মাল আবদুল মুহিতকে শনিবার সকাল সাড়ে ১১টায় বনানীর বাসা থেকে ঢাকার গ্রীন রোড এলাকার ‘গ্রীন লাইফ’ হাসপাতালে ভর্তি করা হয়। আবুল মাল আবদুল মুহিতের বয়স বর্তমানে ৮৮ বছর। অনেক দিন ধরে খাওয়া দাওয়া না করার ফলে তাঁর ওজন হঠাৎ কমে গেছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে