এমটি নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি দেশ এবং দেশের সমস্যাকে জানতাম। আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। আমার বাবা আমার মেন্টর। শুধু তাই নয়, আমি তার কাছ থেকে শিখেছি দেশের মানুষকে কীভাবে ভালোবাসাতে গরিব মানুষ এবং দেশের জন্য কাজ করতে হয়।
আজ মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুবাই এক্সপো-২০২০ এর দুবাই প্রদর্শনী কেন্দ্রের সাউথ হলে নারীদের ভবিষ্যৎ পুর্ননির্ধারণ শীর্ষক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মায়ের মমতা নিয়ে দেশ পরিচালনা করলে অবশ্যই জনগণের সমর্থন পাওয়া যায়। জনগণ অবশ্যই সমর্থন করবে। কারণ নারী কেবল নারীই নয়। নারীরা হলেন মা। আমাদের দেশের জনগণ বুঝতে পেরেছেন যে আমি যদি থাকি, তাদের উন্নয়ন নিশ্চিত হবেই।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদে স্পিকার, সংসদ নেতা, সংসদ উপনেতা এবং বিরোধীদলীয় নেতার দায়িত্বও নারীরা পালন করছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটাকে আমরা কীভাবে ব্যাখ্যা করব? আমাদের পুরুষরা খুব দুর্বল? না তা নয়। তারা খুব কো-অপারেটিভ। আমি অবশ্যই বিষয়টির প্রশংসা করি।