বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২, ০৮:০৪:৩৬

১২০০০ লিটার সয়াবিন তেল বোঝাই ট্রাক খাদে !

১২০০০ লিটার সয়াবিন তেল বোঝাই ট্রাক খাদে !

এমটি নিউজ ডেস্ক : ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় খাদে পড়েছে সয়াবিন তেল বোঝাই ট্রাক।  বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দঁড়ি বাউশিয়া এলাকায় ঢাকাগামী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি (বগুড়া ট ১১-১২৬৮) খাদে পড়ে যায়। 

এতে আহত ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে তাদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটিতে ৬০টি ড্রামে ১২০০০ লিটার সয়াবিন তেল বহন করা হচ্ছিল। 

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজালাল বাবুল বলেন, আমরা জেনেছি উপজেলার দঁড়ি বাউশিয়া স্ট্যান্ডে ইউ-টার্নে দ্রুতগতিতে আসা লোকাল বাসকে বাঁচাতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ট্রাকটি উদ্ধারে কাজ চলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে