বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২, ১০:২৫:৪৯

অসাধু ব্যবসায়ীরা পণ্যমূল্য বাড়িয়ে দেশবিরোধী কাজ করছে: তথ্যমন্ত্রী

অসাধু ব্যবসায়ীরা পণ্যমূল্য বাড়িয়ে দেশবিরোধী কাজ করছে: তথ্যমন্ত্রী

এমটি নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে পণ্যের সঙ্কট নেই, কৃত্রিম সঙ্কট তৈরির চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, ‘দেশে খাদ্যপণ্যের কোন সঙ্কট নেই, যারা কৃত্রিমভাবে খাদ্য পণ্যের সঙ্কট তৈরি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দ্রব্যমূল্যের বিষয়ে বিএনপি মাঠে কর্মসূচি দিয়েছে, আর অসাধু ব্যবসায়ীদের তারা বাতাস দিচ্ছে যাতে করে পণ্যের মূল্যটা বাড়ায়, দেশে যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে।’

আজ সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে বই মেলার সমাপনী, মহান একুশে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ১৯ দিনব্যাপী বইমেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুমিনুর রহমান। স্বাগত বক্তব্য দেন বই মেলা উদযাপন পরিষদের আহ্বায়ক কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমদ মঞ্জু।

হাছান মাহমুদ বলেন, ‘অসাধু ব্যবসায়ীরা পণ্যমূল্য বাড়িয়ে দেশবিরোধী কাজ করছে, একইসাথে বিএনপিও একই কাজ করছে। বিএনপি আসন্ন রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের পরামর্শ দিচ্ছে পণ্যের মূল্য বাড়ানোর জন্য। আমরা নজর রাখছি। সরকার কিন্তু এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশে এগিয়ে গেছে। আমরা যেহেতু এই পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি তাই আমরা অনেকেই তা অনুভব করতে পারি না। যে মানুষটি ১২ বছর আগে বিদেশ গেছে মাঝখানে দেশে আসে নাই, তিনি যখন বাংলাদেশে আসেন তখন পরিবর্তনটা লক্ষ্য করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে