শনিবার, ১২ মার্চ, ২০২২, ১০:০৫:৫৮

বিশ্বের সব দেশেই পণ্যের দাম বেড়েছে: মন্ত্রী তাজুল ইসলাম

বিশ্বের সব দেশেই পণ্যের দাম বেড়েছে: মন্ত্রী তাজুল ইসলাম

এমটি নিউজ ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সব দেশেই প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

গতকাল শুক্রবার দেশের স্বাধীনতা ও বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে কুমিল্লা সদর উপজেলায় এক্স ক্যাডেট ক্যাম্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। টিক্কাচর এলাকায় প্রস্তাবিত শেখ কামাল ক্রীড়াপল্লীতে ইয়ুথ ক্যাডেট ফোরামের (বিওয়াইসিএফ) আয়োজনে এ ক্যাম্প উদ্বোধন করা হয়।

তাজুল ইসলাম বলেন, বর্তমান সরকার জনবান্ধব। তাই প্রয়োজনীয় কিছু পণ্যের ওপর ভ্যাট প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশে এখনো ভালো অবস্থানে আছে। একটা সময় ছিল, যখন বছরের ছয় মাসই মানুষ খাদ্যসংকটে ছিল। এখন দেশের মানুষ খাদ্যসংকটে নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে