সোমবার, ১৪ মার্চ, ২০২২, ০১:২০:৫৪

ঢাকায় পৌঁছেছে হাদিসুরের মরদেহ

ঢাকায় পৌঁছেছে হাদিসুরের মরদেহ

এমটি নিউজ ডেস্ক : ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধিতে হামলার ঘটনায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (১৪ মার্চ) দুপুর ১২ টার কিছু আগে মরদেহবাহী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

রোববার (১৩ মার্চ) নাবিক হাদিসুরের মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও তুরস্কে প্রবল তুষারপাতের কারণে ফ্লাইটটির যাত্রা বাতিল করা হয়। সোমবার একটি বাণিজ্যিক ফ্লাইটে আজ কফিনবন্দি হয়ে দেশে ফেরেন তরুণ প্রকৌশলী হাদিসুরের মরদহে। এর আগে টার্কিশ এয়ারলাইনসের একটি কার্গো বিমানে রোববার রোমানিয়া থেকে তুরস্কে পৌঁছে হাদিসুরের লাশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে