মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২, ০১:৪৮:১১

আজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু হচ্ছে

আজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু হচ্ছে

এমটি নিউজ ডেস্ক : আজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু হচ্ছে। গত ২ মার্চ থেকে প্রাথমিকে পুরো ক্লাস শুরু হয়েছে। একই সঙ্গে প্রায় দুই বছর পর আজ থেকে খুলছে প্রাক-প্রাথমিক স্তর। ফলে করোনার প্রাদুর্ভাবে দুই বছর শিক্ষা খাতে নানা চড়াই-উতরাইয়ের পর স্বাভাবিক ছন্দে ফিরল প্রতিষ্ঠানগুলো।

গত শনিবার এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, আজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে সব বিষয়ে শ্রেণিকক্ষে পাঠদান (ক্লাস) শুরু হবে। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এক আদেশে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান অব্যাহত রাখার জন্য বলা হয়েছে। আদেশটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান ও মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।  

তবে স্কুল-কলেজগুলোকে আজ থেকে পুরোদমে পাঠদান শুরু হলেও সরকার নির্ধারিত কোনো রুটিন এখনই দেওয়া হচ্ছে না। বিভিন্ন মাধ্যমিক স্কুল ও উচ্চ মাধ্যমিক কলেজে শিক্ষার্থীদের নিজস্ব রুটিনে ক্লাস নেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের দুর্বলতা খুঁজে বের করে সেই অনুসারে ক্লাস রুটিন সাজাতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।  

দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর পর ২০২০ সালের ১৭ মার্চ থেকে বন্ধ ছিল সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। গত বছরের সেপ্টেম্বরে স্কুল-কলেজ খুললেও তা চলে সীমিত পরিসরে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে