মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২, ০৪:১০:২৫

'বিএনপি ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী হবেন?', প্রশ্ন শেখ হাসিনার

'বিএনপি ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী হবেন?', প্রশ্ন শেখ হাসিনার

এমটি নিউজ ডেস্ক: বিএনপি ক্ষমতায় গেলে কে নেতৃত্ব দেবেন? এমন প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'রাষ্ট্রপতি যখন আমাদের সবাইকে সংলাপে ডাকলেন, গেলাম। কিন্তু বিএনপি যায়নি। তারা আসলে যাবেই বা কীভাবে। ক্ষমতায় গেলে কে তাদের প্রধানমন্ত্রী হবেন?' মঙ্গলবার (১৫ মার্চ) গণভবনে ১৪ দলীয় জোটের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, 'একজন (খালেদা জিয়া) এতিমের টাকা খেয়ে সাজাপ্রাপ্ত। আরেকজন (তারেক রহমান) ১০ ট্রাক অস্ত্র মামলা, একুশে আগস্ট গ্রেনেড হামলাসহ আরও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক।' বিএনপির তেমন কেউ নেই মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, তারা এটা-সেটা উল্টাপাল্টা বলেই যাচ্ছে, বলেই যাবে। কিন্তু আমার কথা হচ্ছে জনগণ যেন ভালোমতো বাঁচতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে