বুধবার, ১৬ মার্চ, ২০২২, ১২:৩২:১১

বাংলাদেশের হজযাত্রীর জন্য সুখবর দিলেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের হজযাত্রীর জন্য সুখবর দিলেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী

এমটি নিউজ ডেস্ক : ঢাকায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, ‘হজে যেতে বাংলাদেশ থেকেই শতভাগ ভিসা ক্লিয়ারেন্স হবে।’ জ্বালানি তেল নিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে সৌদি আরব। বাধাগ্রস্ত হবে না তেল সরবরাহ।

আজ বুধবার ঢাকায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নেতৃত্বে উচ্চপর্যায়ের সংলাপে এই কথা বলেন তিনি। এসময় প্রিন্স ফয়সাল আরো বলেন, 'নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে কাজ করে সহযোগিতার ক্ষেত্র আরো বৃদ্ধি করতে চাই।' এর আগে আজ সকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে কাস্টমস ও ফরেন সার্ভিস একাডেমি পর্যায়ে সহযোগিতার বিষয়ে দুইটি সমঝোতা হয়েছে।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে