ঢাকা: রাজধানীর হাইকোর্টের সামনের সড়কে বাসচাপায় সোনালী (১৪) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সোনালীর বাবা জাকির হোসেন জানান, ‘জেএসসিতে এ প্লাস পাওয়া সোনালী তেজগাঁ সরকারি গার্লস স্কুলে নবম শ্রেণিতে ভর্তি হতে সকালে বাসা থেকে বের হয়।
হাইকোর্টের সামনের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির ৮ নম্বর পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো জ ১১-১৩২৮) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়।’
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব জানান, ‘দ্রুতগতির ৮ নম্বর পরিবহনের একটি বাস রাস্তা পার হওয়ার সময় ওই স্কুলছাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।’
১৬ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ