রবিবার, ২০ মার্চ, ২০২২, ০৯:৩৯:৫৪

ঘটনার যে বর্ণনা দিলেন ডুবে যাওয়া লঞ্চ থেকে জীবিত ফেরা যাত্রী মোকসেদা

ঘটনার যে বর্ণনা দিলেন ডুবে যাওয়া লঞ্চ থেকে জীবিত ফেরা যাত্রী মোকসেদা

এমটি নিউজ ডেস্ক : আজ আবারো ঘটল এক হৃদয়বিদারক ঘটনা! শীতলক্ষ্যা নদীতে কার্গোর ধাক্কায় মুন্সিগঞ্জের যাত্রীবোঝাই লঞ্চডুবির ঘটনায় নিখোঁজ স্বজনদের খোঁজে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে ভিড় করছে মানুষ। ঘাটে যখনই কোনো ট্রলার ভিড়ছে, স্বজনদের খুঁজে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ।

কেউ কেউ আবার স্বজনদের খোঁজে ট্রলার নিয়ে ছুটে যাচ্ছেন লঞ্চডুবির ঘটনাস্থল নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে। স্বজনদের খুঁজে না পেয়ে আবার ফিরছেন লঞ্চঘাটে। এদিকে স্বজনদের অভিযোগ, পর্যাপ্ত ডুবুরি লঞ্চ উদ্ধারে কাজ করলেও লঞ্চের ভেতর থেকে মরদেহ ঠিকমতো উত্তোলন করছে না।

উত্তর ইসলামপুরের রায়হান বলেন, আমার গ্রামের তিনজন মারা গেছে। তাদের খুঁজে ঘটনাস্থলে গিয়েছিলাম। মরদেহ উদ্ধার হয়েছে কিন্তু এখনো আমাদের বুঝিয়ে দেওয়া হয়নি।

ঘটনাস্থল থেকে ফিরে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক বলেন, লঞ্চ উদ্ধারে অনেক ডুবুরি দল কাজ করছে। কিন্তু তারা ডুবে থাকা লঞ্চ থেকে মরদেহ ঠিকমতো উদ্ধার করছে না। সবাই দেখেছে মানুষ ডুবে গেছে। কিন্তু এত দেরি করছে কেন? 

ডুবে যাওয়া লঞ্চ থেকে জীবিত ফেরা হাসপাতালের কর্মী মোকসেদা বেগম বলেন, আমাদের লঞ্চটা সামনে ছিল। পেছনে বড় একটা জাহাজ ছিল। পেছন থেকে ওই জাহাজটা আমাগো লঞ্চরে ধাক্কা দিল। এভাবে ১০ মিনিট পর্যন্ত ধাক্কা দিতে দিতে সামনে লইয়া যাইতাছিল। এরপর লঞ্চের পশ্চিম পাশে পানি উইঠ্ঠা আমাদের লঞ্চটা চোখের সামনে ডুইব্বা গেল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে