আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে আলোচিত সেই মোহম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ শিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় তাকে বরখাস্তের তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির ডিসি মারুফ হোসেন সরদার।
উল্লেখ্য, গত ২রা জানুয়ারি রাত ১১টার দিকে গোলাম রাব্বী মোহাম্মদপুরে খালার বাসা থেকে কল্যাণপুর নিজের বাসায় যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে এক পুলিশ সদস্য তার শার্টের কলার ধরে বলেন, তোর কাছে ইয়াবা আছে। তিনি অস্বীকার করলে এসআই মাসুদসহ অন্য পুলিশ সদস্যরা তাকে নিয়ে টানাহেঁচড়া শুরু করেন। একপর্যায়ে তাকে জোর করে পুলিশের ভ্যানে তোলা হয়। মোটা অঙ্কের টাকা দাবি করে রাব্বীকে নিযার্তনও করা হয়।
১৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস