শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ০২:৪০:৩৯

ফখরুল বললেন, সরকারের কোনো বৈধতা নেই

ফখরুল বললেন, সরকারের কোনো বৈধতা নেই

ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের কোনো বৈধতা নেই, তারপরও তারা স্বৈরশাসকের মতো জনগণের উপর চেপে বসেছে।

ক্ষমতাসীনদের উদ্দেশে তিনি বলেছেন, যদি গণতন্ত্র ফিরিয়ে না আনেন, তাহলে যে অবস্থার সৃষ্টি হবে তা থেকে আপনারাও রেহাই পাবেন না।

শনিবার সকালে যুব জাগপার ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, যে উদ্দেশ্য নিয়ে আমরা স্বাধীনতা ঘোষণা করেছিলাম, তার একটাই উদ্দেশ্য ছিল, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি। কিন্তু এই সরকার জনগণের সেই ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করছে।

এ সরকারের যে নৈতিকতা ও বৈধতার সমস্যা দেখা দিয়েছে তা দেশের অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতি দেখলে বোঝা যায়। তারা মুখে উন্নয়নের কথা বলে দেশের সব টাকা লুণ্ঠন করছে। গত বছর ৭৭,০০০ কোটি টাকা পাচার করা হয়েছে বলে অভিযোগ করেন ফখরুল।

ফখরুল বলেন, সরকার জঙ্গিবাদ বিরোধী পদক্ষেপ, উন্নয়ন ও মুক্তিযুদ্ধের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। ৭৫ সালে তারা জনগণকে বিভ্রান্ত করে বাকশাল কায়েম করেছিল। এখন আবারো তারা জনগণকে বিভ্রান্ত করে গণতন্ত্রের আবহে একনায়কতন্ত্র কায়েমের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, জনগণের মধ্যে আজ হাহাকার। তেলের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়ছে।

পুলিশের হাতে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা ও সাংবাদিক নির্যাতনের ঘটনা প্রসঙ্গে ফখরুল বলেন, দেশ আজ পুলিশি রাষ্ট্রে পরিণতি হয়েছে। এজন্য তারা গর্ব করে বলে, ‘মাছের রাজা ইলিশ, আর দেশের রাজা পুলিশ’।

যুব জাগপার সভাপতি ফাইজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুঁইয়া, জাগপার সহ-সভাপতি মঈদুনদ্দিন বাবলু, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক আসাদুর রহমান খান প্রমুখ।

১৬ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে