শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ০৩:২৮:২৬

আজ যাবেন খালেদা

আজ যাবেন খালেদা

ঢাকা : দলের স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণির মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে আজ তার বাসায় যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার রাত নয়টার দিকে রাজধানীর ধানমণ্ডির ১৯ নম্বর সড়কে গনির বাসায় যাবেন তিনি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে মারা যান আর এ গণি।  জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তৃতীয় জানাজা শেষে শুক্রবার বিকেল চারটা ২০ মিনিটে বনানী করবস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হয়।  

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।  মৃত্যুকালে ড. আর এ গণি তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
১৬ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে