শনিবার, ১৬ এপ্রিল, ২০২২, ১০:০৯:৪৬

আর বেঁচে নেই খালেদা জিয়ার সাবেক পিএস ড. জাকির

আর বেঁচে নেই খালেদা জিয়ার সাবেক পিএস ড. জাকির

এমটি নিউজ ডেস্ক : বেগম খালেদা জিয়ার সাবেক একান্ত সচিব (পিএস) ড. জাকিরুল ইসলাম চৌধুরী আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বিকাল সাড়ে ৪টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।

ব্যক্তিজীবনে ড. জাকিরুল ইসলাম বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব হিসেবে টানা ১৩ বছর ওএসডি থাকার পর বছর খানেক আগে অবসরে যান।  ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হল ছাত্র সংসদের জিএস ছিলেন।  জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠালগ্নে তিনি প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে