শনিবার, ১৬ এপ্রিল, ২০২২, ১০:৫৩:২০

এ দেশের মানুষ অন্য ধর্মের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল : নৌপ্রতিমন্ত্রী

এ দেশের মানুষ অন্য ধর্মের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল : নৌপ্রতিমন্ত্রী

এমটি নিউজ ডেস্ক : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, 'বাংলাদেশের ৯০ ভাগ মানুষ মুসলমান। তবে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান মিলে আমরা এ দেশে শান্তিতে বাস করি। এ দেশের মানুষ অন্য ধর্মের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই শিক্ষা দিয়েছেন। তিনি একজন সাচ্চা মুসলমান ছিলেন। '

আজ শনিবার সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

নৌপ্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন গঠন করেছিলেন। সেই ইসলামী ফাউন্ডেশন এখন অনেক ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। করোনা মহামারির মধ্যে অনেক দেশ ব্যর্থ হলেও বাংলাদেশ ব্যর্থ হয়নি। কারণ বাংলাদেশ মানবকল্যাণে কাজ করে।

দোয়া ও ইফতার মাহফিলে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আফছার আলী সঞ্চলনায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে