এমটি নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলা করার কারণে দুদক চেয়ারম্যানকে ‘অভিশাপ’ দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দুদকের চেয়ারম্যানের উদ্দেশে বলেন, ‘জোবায়দার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না।’
আজ রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। এসময় দুদক চেয়ারম্যানের কড়া সমালোচনা করে রিজভী বলেন, ‘যারা দেশের টাকা বিদেশে পাচার করছে, কানাডায় বেগমপাড়া তৈরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস আপনাদের নেই। কারণ আপনি হচ্ছেন আওয়ামী লীগের ড্রাইভার।’
রিজভী বলেন, ‘১/১১’র জরুরি সরকার এবং আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই দুদক চেয়ারম্যানকে বলবো, সেই কারণেই কি জোবায়দা বিরুদ্ধে ১/১১’র সময় করা মিথ্যা পুরনো মামলা চালু করা হয়েছে? জনগণ কিন্তু তাই বিশ্বাস করে। আল্লাহ আপনারকে ক্ষমা করবে না।’