কিশোরগঞ্জ: বাংলাদেশ আওয়ামী লীগ কখনও ভোট কারচুপি ও ডাকাতির মাধ্যমে জয়লাভের স্বপ্ন দেখে না। শুধু তাই নয় আওয়ামী লীগের শাসন আমলে গত সাত বছরে একটিও জাল ভোট পড়েনি বলে মন্তব্য করেছেন জন প্রশাসন মন্ত্রী ও দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
শনিবার নিজের জেলা কিশোরগঞ্জে দলীয় এক কর্মী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
এ সময় সৈয়দ আশরাফ আরও বলেন, ‘আওয়ামী লীগের সুশাসন দেখে জনগন আওয়ামী লীগকে ভোট দিয়ে জয় লাভ করিয়েছে।’
উপজেলা ও পৌরসভা নির্বাচনের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনও অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনে ব্যাপক ব্যবধানে জয়লাভ করে সরকার গঠন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট। মেয়াদ শেষে পাঁচ বছর পর বিএনপির বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটে জয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে তারা।
দশম সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলেও এরপরে অনুষ্ঠিত উপজেলা এবং ঢাকা ও চট্টগ্রামের সিটি করপোরেশন ভোটে প্রার্থীদের সমর্থন দেয় তারা। সর্বশেষ গত ৩০ ডিসেম্বর প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত পৌরসভা ভোটে প্রার্থী দেয় বিএনপি।
গত বছর ২৮ এপ্রিল সিটি করপোরেশন নির্বাচনে জালিয়াতির অভিযোগে ভোটের মাঝপথে নির্বাচন থেকে সরে দাঁড়ান বিএনপির প্রার্থীরা। ঢাকা দক্ষিণ ও উত্তর এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিতরা।
তবে পৌরভোটে বিএনপি শেষ পর্যন্ত লড়াইয়ে থাকলেও ১৭৭ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থীদের জয়ের বিপরীতে বিএনপির প্রার্থীরা ২২টিতে জয় পান।
১৭ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম