রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬, ০৮:১৮:০৭

‘আমাদের প্রতিদ্বন্দ্বীরা টিআইবিকে অর্থ দিয়ে প্রতিবেদন লেখায়’

‘আমাদের প্রতিদ্বন্দ্বীরা টিআইবিকে অর্থ দিয়ে প্রতিবেদন লেখায়’

ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বীরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশকে (টিআইবি) অর্থ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবেদন লেখায়।’

শনিবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত চার দিনের প্রদর্শনী গ্যাপেক্সপোর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

এসময় বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘যারা বিনা কারণে আমাদের সুনাম নষ্ট করে, তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। আমাদের রপ্তানিতে যদি ক্ষতি হয় তাহলে লাভবান হবে ভিয়েতনাম, ইথিওপিয়া, কেনিয়া—এসব দেশ। বাংলাদেশের কোনো ভালো কাজ টিআইবি দেখে না। বরং গবেষণার নামে বাংলাদেশের অর্জনকে ম্লান করে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার টিআইবি একটি গবেষণার তথ্য প্রকাশ করেছে। সেখানে পোশাক খাতে ১৬ ধরনের দুর্নীতি ও অনিয়ম হয় বলে উল্লেখ করা হয়।
১৭ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে