কক্সবাজার: জমি দখলকে কেন্দ্র করে কক্সবাজারে ইলিয়াছ সওদাগরসহ তিন ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৬টার দিকে কলাতলী আদর্শ গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অন্যান্য আহতরা হলেন- কলাতলী এলাকার জাহাঙ্গীর ও ছৈয়দ আলম ওরফে আর্মি ছৈয়দ। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি আসলাম হোসেন জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল নিয়ে কয়েকটি গ্রুপে বিভক্ত ছিল। গত এক বছরে জমি দখল নিয়ে ১০ বারের বেশি ইলিয়াছ সওদাগর, সিআইপি ইদ্রিস ও স্থানীয় শাহাব উদ্দিনের মধ্যে হামলা ও গোলাগুলির ঘটনা ঘটে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মুরাদ জানান, ইলিয়াছের মাথায় ও দুই পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যদিকে বাকি দুজন সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
১৭ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম