চট্টগ্রাম: বন্ধু কেড়ে নিল বন্ধুর প্রাণ-এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার কর্ণফুলী ইপিজেড এলাকায়। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। কথাকাটাকাটির জের ধরে রিমন দেব (১৯) নামের এক যুবককে তার বন্ধু ছরিকাঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানান, গতকাল রাত ৯টার দিকে রিমন দেব নামের এক যুবককে গুরুতর জখম অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রিমনকে মৃত ঘোষনা করেন।
নিহত রিমন স্থানীয় একটি গার্মেন্টের শ্রমিক বলে জানা গেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।
১৭ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম