টঙ্গী: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে ছুটে আসছেন লাখ লাখ মুসল্লি। রোববার সকাল সাড়ে ১১টার দিকে আখেরি মোনাজাত শুরু হওয়ার কথা রয়েছে। মোনাজাতকে কেন্দ্র করে এরই মধ্যে ইজতেমা ময়দানসহ আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আজ রোববার ফজরের নামাজের পর ভারতের মাওলানা সা’দ হেদায়ীত বয়ান করছেন। এদিকে ইজতেমায় অংশ নেওয়া আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে দ্বিতীয় পর্বে ছয়জন মুসল্লির মৃত্যু হলো।
গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম বলেন, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও আজ বেলা সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
সরেজমিনে দেখা গেছে, ভোররাত থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে মুসল্লিরা পায়ে হেঁটে ইজতেমা ময়দানের দিকে যাচ্ছেন। যানবাহন চলাচল বন্ধ থাকায় কেউ কেউ রিকশা দিয়ে ইজতেমা ময়দানের দিকে যাচ্ছেন।
১৭ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম