জুবায়ের রাসেল: রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছা গ্রামের আলোকিত শিক্ষক ইমদাদুল হক। যিনি বিদ্যালয়ের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে রাতের বেলায় বিনা পয়সায় আরেক দফা পাঠদান করাতেন। উপজেলার পীরগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত থাকা কালীন তার এই প্রচেষ্টায় বিদ্যালয়টি উত্তরবঙ্গের সেরা বিদ্যালয়ের স্বীকৃতি পায়। শরীরে মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরও থেমে ছিল না তাঁর প্রচেষ্টা। তবে তার মৃত্যুর পর এখন আর সেই বিদ্যালয়ে রাতের বেলা আর পাঠদান করানো হয় না।
গতকাল ছিল তার প্রথম মৃত্যু বার্ষিকী। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৫ সালের এই দিনে তিনি না ফেরার দেশে চলে যান। মৃত্যুর আগে তিনি উপজেলার ধন্দহ অমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
রাতের বেলা বিনা পয়সায় পাঠদানের নিয়ে ২০০৯ সালের ১৭ অক্টোবর দেশের একটি শীর্ষ দৈনিকে ‘রাতের বেলায় আরেক দফা পাঠদান’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বিষয়টি সরকারের নজরে এলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে তাঁকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-২-এর অধীনে ‘স্কুল ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিটি পার্টিসিপেশন’ প্রকল্পের আওতায় পরের বছর ১৭ থেকে ২৩ জানয়ারি পর্যন্ত সাত দিনের জন্য তাঁকে জাকার্তায় পাঠানো হয়।
তবে ২০১৪ সালে তার শরীরে ক্যান্সার ধরা পড়লে প্রায় এক বছর ক্যান্সারে ভোগার পর আজকের এই দিনে উপজেলার পীরগাছা গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৭ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম