রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬, ১০:৩৮:২৩

বিশ্ব ইজতেমায় শাকিব খান ও মিশা সওদাগর

বিশ্ব ইজতেমায় শাকিব খান ও মিশা সওদাগর

জাতীয় ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক নাম্বার ওয়ান শাকিব খান এবং খলনায়ক খ্যাত মিশা সওদাগার এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে উপস্থিত হয়েছিলেন। সেখানে তারা একসঙ্গে নামাজ আদায় করেছেন।

এ প্রসঙ্গে মিশা সওদাগর দেশের জনপ্রিয় একটি অনলাইন নিউজ পোর্টালকে বলেন, `চলচ্চিত্রে কাজ করি বলে অনেকে আমাদের নিয়ে নেতিবাচক কিছু ভাবে। কিন্তু সকলের বোঝা উচিত আমরা পর্দায় যেকোনোভাবে হাজির হলেও আমাদের বাস্তব জীবন আর পাঁচটা মানুষের মতো সাদাসিধে। আমরাও ধর্মভিরু। প্রত্যেকে স্ব স্ব ধর্মকে সম্মান ও শ্রদ্ধা করি। তাছাড়া এটা আমাদের পেশা।`

মিশা আরো বলেন, `অনেক ব্যস্ততার মাঝেও এবারের ইজতেমায় হাজির হতে পেরে অনেক ভালো লাগছে। সবার কাছে দোয়া চাই আগামীতেও যেনো এভাবে বিশ্বের দ্বিতীয় হজখ্যাত ইজতেমায় উপস্থিত থাকতে পারি।`

১৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর    

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে