রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬, ১১:১০:৫৪

শেখ হাসিনাকে কেউ গালি দিলে তাকে ছাড়ব না: কাদের সিদ্দিকী

শেখ হাসিনাকে কেউ গালি দিলে তাকে ছাড়ব না: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল: আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজের সমালোচনা করি। কিন্তু কেউ তাকে গালি দিলে কিংবা মারতে গেলে আমি তাকে ছাড়ব না বলে হুঁসিয়ারি দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

গতকাল শনিবার বিকেলে টাঙ্গাইল সখীপুর ডাকবাংলো চত্বরে স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী এ মন্তব্য করেন।  

কালিহাতীর উপনির্বাচন প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, ‘নির্বাচন কমিশন নির্বাচনের রেফারি হলেও সেই নির্বাচন কমিশনই আমার বিরুদ্ধে মামলা করেছে। আগামীকাল (রবিবার) নির্বাচন কমিশনের করা মামলার শুনানি হবে। আশা করি আমি মামলায় জিতব এবং কালিহাতীর নির্বাচনেও জয়ী হব।’

এ সময় কাদের সিদ্দিকী আরও বলেন, ‘দেশ গণতন্ত্রের জন্য স্বাধীন হয়েছে। আমি চাই দেশে গণতন্ত্র টিকে থাকুক, মানুষ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এটাই আমার আশা।’
১৭ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে