রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬, ১১:৪০:১১

ইজতেমায় আরো তিন মুসল্লির মৃত্যু

ইজতেমায় আরো তিন মুসল্লির মৃত্যু

টঙ্গী: গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ দিনে আরো তিন মুসল্লির মৃত্যু হয়েছে। নিহত মুসল্লিরা হলেন- কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া গ্রামের নূরুল আলম (৭০), রাত পৌনে ১১টার দিকে নিজ খিত্তায় অসুস্থ হয়ে মারা যান তিনি। একই রাতে মারা যান আবদুল মাবুদ জোয়ারর্দার (৫২), তার বাড়ি চুয়াডাঙ্গা সদরের বাদুড়তলা এলাকায়। নিজ খিত্তায় অসুস্থ হয়ে মারা যান জামালপুর জেলার সরিষাবাড়ীর থানার চর আদরা গ্রামের আবদুল কাদের (৬০)।

শনিবার দিনগত রাতে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তাবলিগ জামায়াতের মুরব্বি প্রকৌশলী গিয়াসউদ্দিন।

ইজতেমা ময়দানে তাদের জানাজা শেষে নিজ নিজ এলাকায় লাশ পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন লাশের জিম্মাদার মো. আদম আলী।
১৭ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে