ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী সাজা থেকে খালাস চেয়ে রিভিউ আবেদন করেছেন।
রোববার সকাল ১০টার দিকে তিনি রিভিউ আবেদন করেন বলে জানিয়েছেন তার আইনজীবী সাইফুর রহমান।
সাঈদীর আইনজীবী জানান, যে অভিযোগগুলোতে সাঈদীকে সাজা দেওয়া হয়েছে, রিভিউ আবেদনটিতে মূলথ সেই অভিযোগের দুর্বলতাগুলো তুলে ধরা হয়েছে।
এর আগে ১৩ জানুয়ারি গাজীপুরের কাশিমপুর কারাগারে সাঈদীর সঙ্গে দেখা করেন তার আইনজীবীরা। ওই সময় সাঈদী তার রিভিউ আবেদন করতে বলছিলেন। আগের দিন ১২ জানুয়ারি সাঈদীর রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ রিভিউ আবেদন করে।
১৭ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম