জাহাঙ্গীর আলম, গাজীপুর থেকে: গাজীপুরে পরিত্যাক্ত অবস্থায় রিমোট কন্ট্রোলসহ ৫টি টাইম বোমা উদ্ধার করেছে পুলিশ। শহরের কুনিয়া এলাকার বালুর মাঠ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইজতেমা ময়দানের দুই কিলোমিটারের মধ্যে ঐ এলাকা পুলিশ অভিযান চালিয়ে বোমাগুলো উদ্ধার করে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার হারুনুর রশীদ।
পরে বোমা নিষ্ক্রিয় দলের সদস্যরা টাইম বোমাগুলো নিষ্ক্রিয় করে। এ ব্যাপারে ইজতেমার আখেরি মোনাজাত শেষে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, বিশ্ব ইজতেমায় আগত দেশি বিদেশি মুসুল্লীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য একটি গোষ্ঠী এ ধরণের কাজ করতে পারে।
এই ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে পুলিশি তৎপরতা অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান।
১৭ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম