রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬, ০১:৩১:০০

২৪ ঘণ্টার মধ্যে শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার জন্য হাইকোর্টে রিট

২৪ ঘণ্টার মধ্যে শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার জন্য হাইকোর্টে রিট

ঢাকা: মর্যাদা বৃদ্ধির দাবিতে বাংলাদেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা ও আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার জন্য হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

রবিবার রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ।

বিভিন্ন পত্রপত্রিকাসহ মিডিয়ায় শিক্ষকদের কর্মবিরতির প্রতিবেদন দেখে রিট আবেদনটি দায়ের করেনছেন বলে জানিয়েছেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, অর্থসচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি-সেক্রেটারি, পুলিশের মহাপরিদর্শকসহ মোট ৯ জনকে বিবাদী করা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে গত ১১ জানুয়ারি শুরু হওয়া এ কর্মবিরতি এখনও চলছে। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা নেয়া হচ্ছে না। শিক্ষকরা প্রশাসনিক দায়িত্বও পালন করছেন না। শিক্ষকদের এ আন্দোলনে মুখ থুবড়ে পড়েছে শিক্ষাকার্যক্রম।
১৭ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে