রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬, ০২:১৪:০২

বিএনপির নয়াপল্টন কার্যালয় দখল নিতে যাচ্ছে ‘আসল বিএনপি’, থমথমে অবস্থা!

বিএনপির নয়াপল্টন কার্যালয় দখল নিতে যাচ্ছে ‘আসল বিএনপি’, থমথমে অবস্থা!

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নয়াপল্টনস্থ প্রধান কার্যালয় দখলের উদ্দেশ্যে রওনা করতে যাচ্ছে ‘আসল বিএনপি’ দাবিদারের মুখপাত্র কামরুল হাসান নাসিম।  

রোববার দুপুর ২টা থেকে ৩টার মধ্যে নাসিমের অনুসারীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অভিমুখে রওনা হবেন বলে ‘আসল বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়েছে। তারা সেখানে গিয়ে ‘জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত’ বসাবেন।

‘আসল বিএনপি’র এ কর্মসূচীকে ঘিরে নয়াপল্টন এলাকা অনেকটা থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এখন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ কার্যালয়ের স্টাফরা অবস্থান করছেন।এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি।

এর আগে, গত ২ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত’ বসানোর লক্ষ্যে কামরুল হাসান নাসিমের অনুসারীরা সেখানে যান। তবে ‘নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখল হয়ে যাবে’- এমন আশঙ্কায় ওইদিন সকাল থেকেই কার্যালয়ের সামনে পাহারা বসায় দলটির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। ফলে নাসিমের অনুসারীরা পল্টন থানার সামনে দিয়ে জাতীয় পতাকা হাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গেলে ছাত্রদলের নেতা-কর্মীদের তাড়া খেয়ে পিছু হটে যায়। তবে নাসিম নিজে ওই কর্মসূচিতে হাজির ছিলেন না। তিনি পল্টন থানার সামনে অবস্থান করছিলেন।

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতীয়তাবাদী জনতার নিম্ন আদালত’ বসান কামরুল হাসান নাসিম। সেখান থেকে বিএনপি পুনর্গঠনের জন্য দলটির গঠনতন্ত্র (সংবিধান) অনির্দিষ্টকালের জন্য স্থগিতের দাবি করেন তিনি।
১৭ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে