ঢাকা: বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাকে পুলিশি নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও তিন কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
রবিবার দুপুরে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ও এক গণমাধ্যমকর্মীর পক্ষে ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন জমা দেন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, এই রিট আবেদনে গোলাম রাব্বীর জন্য তিন কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদারকে গতকাল শনিবার সাময়িক বরখাস্ত করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন্স বিভাগের কর্মকর্তা গোলাম রাব্বীর ভাষ্য অনুযায়ী, গত ৯ জানুয়ারি রাতে মোহাম্মদপুর তাজমহল রোডে এক আত্মীয়ের বাসা থেকে ফেরার পথে তাকে আটক করে পুলিশ। এরপর তাকে মাদকসেবী বানানোর ভয় দেখিয়ে উপ-পরিদর্শক (এসআই) মাসুদ অর্থ আদায়ের চেষ্টা করেছিলেন। এ চেষ্টায় তাকে মারধরও করা হয়। বিষয়টি জানাজানি হলে গতকাল শনিবার অভিযুক্ত এসআই মাসুদ শিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৭ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম